মালদা

মর্মান্তিক পথ দুরঘটনায় পুরে মারা গেল গাড়ির চালক ও খালাসি

দুই মাল বোঝাই লড়ির মুখমুখি সংঘর্ষে মৃত্যু হল এক লড়ি চালক ও খালাসির। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের সুজাপুর সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে। জানা যায় মঙ্গলবার রাত্রে একটি সার বোঝাই ১৮ চাকার লড়ি  মালদা থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল । সে সময় কালিয়াচকের সুজাপুর হাস্পাতালের কাছে রাত্রি ১টা নাগাদ ফারাক্কার দিক থেকে আসা একটি পিয়াজ বোঝাই লড়ির সাথে মুখমুখি সংঘর্ষ হয়। তৎক্ষণাৎ লড়ি ২টি তে আগুন লেগে যায়।সে সময় পিয়াজ বঝাই লড়ির চালক পালাতে সক্ষম হলেও সার বোঝাই লড়ির চালক ও খালাসি লড়ির ভিতর আটকে যায়। এবং তারা আগুনে পুরে মারা যায়। মৃতের নাম ইংরেজ সিং ও বলবির সিং। বাড়ি পাঞ্জাব রাজ্যে। জানাযানি হতেই স্থানীয়রা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দমকল বাহিনিকে খবর দিলে দমকলের ২টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। পরে পুলিশ এসে মৃত দেহ উধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। দুর্ঘটনার কারনে ৩৪ নম্বর জাতীয় সরকে যানজট হয় । পুলিশ গাড়ি দুটিকে ক্রেন দিয়ে সরালে যান চলাচল স্বাভাবিক হয় ।